গান গেয়ে নাটোর মাতালেন হালের সেনসেশন কণা। মঙ্গলবার রাতে নাটোর পুলিশ লাইনস মাঠে আয়োজিত সঙ্গিত সন্ধ্যায় গান পরিবেশন করেন তিনি। সাথে ছিলেন জনপ্রিয় সঙ্গিতশিল্পি নকুল বিশ্বাস এবং ক্লোজআপ তারকা সাব্বির।
এর আগে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন ও পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার প্রথমবার একই মঞ্চে গান পরিবেশন করেন ।জেলা প্রশাসক লালনের একনিষ্ঠ ভক্ত ও সাধক হওয়ায় পরিবেশন করেন লালন গীতি। অপরদিকে পুলিশ সুপার পরিবেশন করেন আধুনিক বাংলা গান। গান শেষে করতালি দিয়ে উপস্থিত শ্রোতারা উচ্ছ্বাস প্রকাশ করেন।
গান শেষে মুগ্ধ হয়ে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারকে
পুরস্কৃত করেন আমন্ত্রিত অতিথিদের কয়েকজন। এ সময় প্রথম গান গাওয়ার স্মৃতিচারণ করে পুলিশ সুপার বলেন, জীবনের প্রথমবার মঞ্চে গান গেয়ে তিনি ৪০ হাজার টাকা পুরস্কার পেয়েছিলেন।
মঙ্গলবার বিকেলে নাটোর পুলিশ লাইনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিআইজি পত্নী দিলরুবা খুরশীদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, নাটোর-১ ( লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, রাজশাহীর পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ , জয়পুরহাটের পুলিশ সুপার রশীদুল হাসান, সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন, বগুড়ার পুলিশ সুপার আশরাফ আলী, নাটোরের সদ্য পদন্নতি পাওয়া পুলিশ সুপার মোঃ খায়রুল আলমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক সমাবেশ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Comments
Post a Comment