বাংলা নববর্ষের প্রথমদিন সিংড়াবাসীকে ভালোকাজে ইন্টারনেট ব্যবহারের আহ্বান জানিয়ে শপথবাক্য পাঠ করিয়েছেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রি জুনাইদ আহমদ পলক।
বাংলাদেশের প্রথম উপজেলা হিসেবে নাটোরের সিংড়ায় মোবাইল ফোন অপারেটর রবি'র ফোরজি উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবির সিইও মাহতাব উদ্দীন আহমদ। এসময় উপস্থিত ছিলেন রবির চীফ টেকনলজি অফিসার মেধাত আল হুসেইনি, ক্লাস্টার মার্কেট ডিরেক্টর হামিদুল হক, রিজিওনাল ম্যানেজার জসিম উদ্দিন, রিজিওনাল ম্যানেজার, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ইউএনও সন্দীপ কুমার প্রমুখ।
সিইও মাহতাব উদ্দীন আহমদ তার বক্তব্যে বলেন, মানসম্পন্ন গ্রাহকসেবা ও নেটওয়ার্কিং সার্ভিসের মাধ্যমে রবি দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটরে পরিণত হয়েছে। আগামী দিনগুলোতে আরো সাশ্রয়ী অফারের মাধ্যমে রবি তার গ্রাহকদের স্বল্পমূল্যে সেবা প্রদান করবে।

Comments
Post a Comment