নাটোরে নিখোঁজ ইউপি ছাত্রলীগ সভাপতি উদ্ধারে ২৪ ঘন্টার আল্টিমেটাম!



বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পাঁচদিন ধরে নিখোঁজ ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিপু সুলতান (২০) কে উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি টিপু সুলতানকে অক্ষত অবস্থায় ফেরত পেতে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটামও দেওয়া হয়েছে ওই কর্মসূচীতে। অন্যথায় লাগাতার বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারী দেওয়া হয়েছে।
শনিবার সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী উপজেলার মালঞ্চি বাজারের তিনমাথা মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। উপজেলা ছাত্রলীগ এ মানববন্ধনের আয়োজন করে। এতে উপজেলাসহ বিভিন্ন ্ইউনিয়ন, পৌরসভার ছাত্রলীগ নেতা-কর্মী, যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং টিপু সুলতানের পরিবারের সদস্যরা অংশ নেন।
মানব বন্ধন কর্মসূচীতে উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌফিকুর রহমান শ্রাবণের সভাপতিত্বে বক্তব্য দেন টিপু সুলতানের বাবা শাহজাহান আলী, এমপি পুত্র ছাত্রনেতা ইঞ্জিনিয়ার সাফিনুর রহমান পল্লব, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম সাদেকুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবু হানিফ, রাসেল মাহমুদ, জিল্লুর রহমান, রাজু আহম্মেদ, আঃ রশিদ, মেহেদী হাসান, উল্লাস প্রমুখ।

Comments