নাটোরের গুরুদাসপুরে মাদ্রাসার শিশু ছাত্রীর পায়ে শিকল পড়িয়ে পাঠদানের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইয়ারুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে জিম আক্তার নামে ওই ছাত্রীর মা মিনিয়ারা বেগম বাদী হয়ে শিশু আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় বাদী করা হয় ইয়ারুল ইসলামকে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ কুমার দাস মামলা দায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার অভিযুক্ত শিক্ষককে আদালতে নেয়া হয়েছে।
উল্ল্যেখ্য, বার বার মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার কারণে অভিযুক্ত শিক্ষক জিমের পায়ে লোহার শিকল লাগিয়ে তালা দিয়ে আটকে রাখতো। শুক্রবার রাতে টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে আসে জিম। রাতেই খবর পেয়ে থানা পুলিশ জিম আক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বিস্তারিত শোনার পর অভিযুক্ত মাদরাসার হুজুর মো. ইয়ারুল ইসলামকে আটক করে।

Comments
Post a Comment