নাটোরে মাদকাসক্ত সন্তানের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু!




নাটোরে মাদকাসক্ত সন্তানের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে নেশার টাকা না পেয়ে মা জহুরা বেগমের ওপর চড়াও হয় মাদকাসক্ত ছেলে জমির আলী। এসময় ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে জখম করে সে। চিৎকার শুনে স্থানীয়রা জহুরা বেগমকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে সকালে তার মৃত্যু হয়।এ ঘটনায় পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘাতক ছেলেকে আটক করে। 

নাটোরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদর মশিউর রহমান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।    

Comments