নাটোরের উত্তরা গণভবনের ৮০ভাগ এখন জনগণের জন্য উন্মুক্ত!



নাটোর প্রতিনিধি
নাটোরের ঐতিহ্যবাহী উত্তরা গণভবন এখন দর্শনার্থীদের জন্য অনেকটাই উন্মুক্ত। এর গ্র্যান্ডমাদার হাউস লেক, রাণীমহল, হরিণচূড়া ও আ¤্রকাননসহ ৮০ খুলে দেয়া হয়েছে। একই সাথে গণভবনের হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসপত্র সংগ্রহে একটি সংগ্রহশালারও উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আনুষ্ঠানিকভাবে এসব স্থান উন্মুক্ত করার ঘোষণাসহ সংগ্রহশালার উদ্বোধন করেন।
উত্তরা গণভবনের ভিতরে হরিণচূড়ায় রাখা শ্যামা ও শ্যামল নামে ২টি হরিণ, তিথি ও মিথি নামে ২টি ময়ুর, মিঠু ও মন্টি নামে ২টি বানর ও বিভিন্ন পশুপাখি সহ পুরো গনভবন আটোরিক্সায় চড়ে পরিদর্শন করেন প্রশাসনের এই শীর্ষ কর্তা।
জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, উত্তরা গণভবনে আগত দর্শনার্থীরা দীর্ঘদিন ধরে এসব স্থান দেখার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। কিন্তু ব্যবস্থাপনাগত নানা সমস্যার কারণে গণভবন ব্যবস্থাপনা কমিটি  এতো দিন এসব স্থাপনা সংরক্ষিত রেখেছিল। যা আজ জনগণের জন্য উন্মুক্ত করা হলো। এতে উত্তরা গণভবনে দর্শনার্থীর সংখ্যা এখন আশা করা যায় বৃদ্ধি পাবে এবং সরকারের রাজস্ব বাড়বে। দর্শনার্থীরা এখানকার ইতিহাস ও ঐতিহ্য সর্ম্পকে আরো বেশি বেশি করে জানবেন। উত্তরা গণভবনের হারিয়ে যাওয়া জিনিসপত্র সংগ্রহ করা হচ্ছে। গণভবনকে আরও চিত্তাকর্ষক করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুর-উর-রহমান রহমান,  মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব সাইদুর রহমান, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মনিরুজ্জামান ভুঞা, সিভিল সার্জিন আজিজুল ইসলাম, এডিএম রাজ্জাকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন আক্তার বানু, জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট. সিরাজুল ইসলাম, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিনসহ সরকারী-বেসরকারী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে পরিদর্শন শেষে উত্তরা গনভবনের ভিতরে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে গণভবন ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসন ক্যাডারে কর্মরতদের সঙ্গে মতবিনিময় করেন পরিষদ সচিব। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

Comments