নাটোরের গুরুদাসপুরে শিশুকে ব্যাট দিয়ে মারপিট!


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর॥
নাটোরের গুরুদাসপুরে মিম নামের ৪ বছরের এক শিশু নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, রোববার সকালে পৌর সদরের উত্তর নারিবাড়ী নতুন পাড়ার মহল্লার মোঃ আনিসুর রহমানের শিশু কন্যা মিম ওই নির্যাতনের শিকার হয়েছে। শনিবার বিকালে বাড়ীর পাশে ক্রিকেট খেলার সময় মিম প্রতিবেশী মোঃ জহিরের ছেলে রাহাতের সাথে খেলা নিয়ে ঝগড়া করে। এর জেরে সোমবার সকালে ওই শিশু রায়হানের বাড়ীর পাশে গেলে ক্রিকেট ব্যাট দিয়ে মারধর করে। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা তাকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে স্থানীয় চক্ষু হাসপাতালে স্থানান্তর করে। শিশুটি বর্তমানে চক্ষু হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। তার শিশু কন্যা মিমকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে তার উপযুক্ত বিচার দাবি করেন শিশুটির মা ইসমত আরা বেগম। এঘটনায় গুরুদাসপুর থানার অফিসার ইন চার্জ দীলিপ কুমার দাস জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


Comments