নিজস্ব প্রতিবেদক, নাটোর\
নাটোরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। এ উপলÿে বৃহস্পতিবার জেলা পুলিশের পÿ থেকে শহরের হরিশপুর বাইপাস থেকে জেলা প্রশাসক শাহিনা খাতুনের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিÿণ করে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। পরে সেখানে নির্মিত স্মৃতি¯Íম্ভে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে পুলিশ লাইনসের হলরুমে অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলমের সভাপতিত্বে আলোচনা বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, এসপি হেড কোয়াটার মাফুজুর রহমান, র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মো¯Íাফা প্রমুখ।

Comments
Post a Comment