নিজস্ব প্রতিবেদক, নাটোর
আগামীকাল বৃহষ্পতিবার নাটোর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরে অবস্থিত কাদিরাবাদ সেনানিবাসের ৬ষ্ঠ ইঞ্জিনিয়ারিং কোরের পুনঃমিলনী এবং বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০১৮ তে যোগ দেবেন তিনি বলে আশা করা হচ্ছে।
কাদিরাবাদ সেনানিবাসের জিএসও-২ সমন্বয়ক মেজর মোহাম্মদ ইমরুজ্জামান সাঈদ এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকাপ্টারযোগে ঢাকা থেকে নাটোরে আসবেন বৃহষ্পতিবার। সকাল ১১টা নাগাদ তিনি সেনানিবাস চত্বরে অবতরণ করবেন বলে সময় দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর সঙ্গি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান, সামরিক সচিব মেঃজেঃ মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, এসএসএফ'র মহাপরিচালক মেঃ জেঃ সফিকুর রহমান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার, ব্যক্তিগত সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সামরিক, বেসামরিক বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করেছে উপজেলা ও পুলিশ প্রশাসন। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়ে পুরো দয়ারামপুর এলাকা।
সেনানিবাসের অনুষ্ঠান শেষ করে প্রধানমন্ত্রী রাজশাহীতে দলীয় জনভায় অংশ নেবেন।

Comments
Post a Comment