নাটোরে পুলিশের ব্যাপক নিরাপত্তা প্রস্ততি; বিশেষ মহড়া



নাইমুর রহমান, নাটোর

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দূর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে যে কোন নাশকতামূলক পরিস্থিতি মোকাবেলায় নাটোরে ব্যাপক নিরাপত্তা প্রস্ততি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে মঙ্গলবার নাটোরের ৭টি উপজেলায় বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত একযোগে মহড়া চালিয়েছে স্থানীয় থানা পুলিশ। পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহষ্পতিবার রায় ঘোষণার আগে ও পরে জেলায় চিহ্নিত বেশ কয়েকটি সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্পটে  পুলিশ, র‌্যাব ও বিজিবি সমন্বিতভাবে মাঠে থাকবে। জনগণের জানমাল ও নিরাপত্তার স্বার্থে এই সমন্বিত নিরাপত্তামূলক ব্যভস্থা গ্রহন করা হয়েছে।

নাটোর সদর, নলডাঙ্গা, সিংড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর,লালপুর, বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ মঙ্গলবারের বিশেষ মহড়ার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, রায় ঘোষণার পরে যাতে কেউ অস্থিতিশীল পরিবেশ বা সহিংসতা করতে না পারে সেজন্যই এই মহড়া। এত করে কেউ কোনপ্রকার সহিংসতার পরিকল্পনা করলে যেন এখনই তা থেকে সরে আসে, সে বার্তাই দেয়া হয়েছে এ মহড়ার মাধ্যমে। 

এ ব্যাপারে জানতে চাওয়া হলে নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদর বলেন, ‘মহড়া আইন শৃংখলার একটি অংশ। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ মহড়া দেওয়া হয়েছে।’ অপর প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘৮ ফেব্রুয়ারী রায় ঘোষণাকে কেন্দ্র করে সমগ্র নাটোজুড়ে যেকোন প্রকার নাশকতা করলে সমন্বিতভাবে তা প্রতিরোধ করা হবে।  তিনশ’ থেকে চারশ’ পুলিশ মাঠে থাকবে। পুলিশের সাথে র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। যে কোন নাশকতা বা অস্থিতিশীলতার তথ্য পেলে পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

২০১৫ সালের জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত বিএনপির টানা অবরোধে নাটোরজুড়ে ব্যাপক সহিংসতাা চালানো হয়। এরই ধারাবাহিকতায় খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে পুনরায় নাটোরে কোন সহিংসতা  হবে কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন নাটোরের সাধারণ মানুষ। তবে মঙ্গলবারের এমন মহড়ায় সাধারণ মানুষে স্বস্তি প্রকাশ করেন।

Comments