নলডাঙ্গায় বাস চাপায় নারী নিহত


নিজস্ব প্রতিবেদক,নাটোর ॥
নাটোরের নলডাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে রেখা বেগম (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টার সময় নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কের নলডাঙ্গা পৌরসভা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত রেখা বেগম উপজেলার  ব্রক্ষ্মপুর গ্রামের আশরাফ আলীর স্ত্রী।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মোস্তফা কামাল এতথ্য নিশ্চিত করে জানান,  রাজশাহীগামী রাজকীয় পরিবহনের একটি যাত্রীবাহি বাস মঙ্গলবার সকালে মাধনগর থেকে রওনা দেয়। বাসটি নলডাঙ্গা বারনই ব্রীজের ওপরে এলে ব্রেক ফেইল করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি নলডাঙ্গা পৌরসভা মোড়ে রেখা বেগম নামে পথচারীকে  চাপা দেয়। এতে সে গুরতর আহন হয় ।  স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মু. রেজা হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি সড়কের পাশের অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেন।

Comments

  1. The King Casino | Situs Judi Slot Online Terbaik 2021
    Play online Pragmatic Play Slots at The https://septcasino.com/review/merit-casino/ King nba매니아 Casino septcasino - Member Baru & aprcasino Terpercaya 2021! casinosites.one Rating: 98% · ‎240,388 votes

    ReplyDelete

Post a Comment