নিজস্ব প্রতিবেদক, নাটোর
নাটোর এন এস সরকারী কলেজের নবীনবরণ উৎসবে যোগ দিতে এসে এক শিক্ষাথীর জীবন নিয়ে সংশয় দেখা দিয়েছে। মাহাবুব রহমান নামের অনার্স শেষ বর্ষের ওই শিক্ষার্থী এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের যন্ত্রণায় কাতরাচ্ছে। গত শনিবার( ৩ ফেব্রুয়ারী ) কলেজ গেইট সংলগ্ন নির্মাণাধীন ড্রেনের বের হয়ে থাকা রডের উপর পড়ে মারাতœক আহত হয় সে। মাহবুব নলডাঙ্গা উপজেলার ব্রক্ষ্রপুর গ্রামের মজিদ মাঝির ছেলে ও এন এস সরকারী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। আগামী ২০ ফেব্রুয়ারী থেকে অনুষ্ঠিত অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল তার। এখন পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়ায় একটি বছর তার শিক্ষাজীবন থেকে হারিয়ে যেতে বসেছে।
জানা যায়, শনিবার কলেজের নবীনবরণ উৎসবের সাংস্কৃতিক পর্ব শুরু হলে হুড়োহুড়ি করে যাবার সময় মাহবুব কলেজ গেইটের সামনে নির্মাণাধীন ড্রেন পার হতে গিয়ে রডের উপর পড়ে যায়। তার নি¤œাঙ্গে রড ঢুকে যায়। এতে সে গুরুতর আহত হয়। এসময় সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানান, রডের গুতোয় তার মুত্রনালী রগ ছিড়ে গেছে।
কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শাহাদত হোসেন রাজীব ওই ছাত্রের মুত্রনালী রগ ছিড়ে যাবার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে সুস্থ হতে কয়েকমাস চিকিৎসাধীন থাকতে হবে। এ কারণে সে এবার পরীক্ষায় অংশ নিতে পারবে না।
এ বিষয়ে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। বিষয়টি তার জানা নেই। তবে পরীক্ষায় অংশ নেয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এম্বুলেন্সে করে কেন্দ্রে এস তাকে পরীক্ষা দিতে হবে। অন্যথায় সে এক বছর পিছিয়ে যাবে। তবে ঢাকা থেকে ফিরে এসে বিষয়টি নিয়ে অধ্যক্ষের সাথে আলোচনা করবেন।

Comments
Post a Comment