নাটোরের শিক্ষক-পরীক্ষার্থীদের বাঁচাতে এসে আ’লীগ ও যুবলীগ নেতা আটক



নিজস্ব প্রতিবেদক, নাটোর
নাটোরের লালপুরে রসায়নের প্রশ্নফাসের ঘটনায় সরকারী কাজে বাধাদানের অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে র‌্যাব। তারা হলেন লালপুরে কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চাঁদপুর হাইস্কুল কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি হাসান আলী (৫০) ও একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা (৩৫)।

জানা যায়, বৃহষ্পতিবার সকালে প্রশ্ন ফাঁসের ঘটনায় র‌্যাব-৫ এর সদস্যরা ১০ পরীক্ষার্থীর সাথে আসা কলসনগর হাইস্কুলের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস রুনাকেও (৩২) আটক করে। শিক্ষিকা রুনা তার প্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে ওই কেন্দ্রে আসেন। স্ত্রী রুনাকে আটকের খবর পেয়ে তাকে রক্ষা করতে আসেন স্বামী একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা (৩৫)। তিনি স্ত্রীকে ছাড়াতে ব্যর্থ হলে ওই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চাঁদপুর হাইস্কুল কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি হাসান আলীর শরণাপন্ন হন। হাসান আলী পরীক্ষা চলাকালীন ওই কেন্দ্রে এসে বিভিন্ন উপায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ম্যানেজ করার চেষ্টা করেন। এত এক পর্যায়ে তাদের সরকারী কাজে বাধা দানের অভিযোগে আটক করা হয়। র‌্যাব-৫ ক্যাম্প কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটককৃত ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা হল- উপজেলার কলসনগর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী তাহমিনা খাতুন, আছিয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস, নূরে জান্নাত, সুমি কাতুন, রতœা খাতুন, নাসরিন জাহান নিপা, নিশান কাজী নিবিড়, হাজিরহাট হাইস্কুলের মাসুমা খাতুন ও সৈকত সরকার। এসময় আটককৃতদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোনে ইমো, ফেসবুক ও ম্যাসেঞ্জারে  রসায়ন বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়।

Comments