নাটোরের লালপুরে ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে॥ দুর্ভোগে যাত্রীরা




নিজস্ব প্রতিবেদক,লালপুর
নাটোরের লালপুর উপজেলার (গোপালপুর-লালপুর) সড়কের গোপালপুর মহিলা আদর্শ ডিগ্রী কলেজ সংলগ্ন ব্রিজের একাংশ ভেঙ্গ রড বোঝাই ট্রাক খাদে পড়েছে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। এদিকে লালপুর উপজেলা পরিষদ ও লালপুর থানাসহ যোগাযোগের একমাত্র মাধ্যম এই ব্রিজটি যার একাংশ ভেঙ্গে যাওয়াই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়া দুপুর থেকে রাস্তায় চলাচলকারী যানবাহনও পথযাত্রীদেরকে প্রায় এক কিলোমিটার বেশি রাস্তা ঘুরে গোপালপুর বাজর হয়ে প্রয়োজনের তাগিদে যাতায়াত করতে হচ্ছে এতে প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে পথযাত্রীদের।
শুক্রবার বিকেল সরেজমিনে গিয়ে দেখা যায়, রড বোঝাই একটি ট্রাক লালপুরে যাওয়ার সময় ব্রিজটির একাংশ ভেঙ্গে ট্রাকের একটি চাকা খাদে পড়ে আছে এতে ব্রিজটি দিয়ে কোন প্রকার যানবাহন চলাচল করতে পারছেনা। বিশেষ প্রয়োজনে প্রায় এক কিলোমিটার রাস্তা ঘুরে গোপালপুর বাজার হয়ে যানবাহন লালপুরে যাতাযাত করছে। এসময় রাস্তায় চলাচলকারীরা জানান, লালপুরে যাতায়াতের জন্য এই ব্রিজটি অত্যান্ত গুরুত্বপূর্ণ যা ভেঙ্গ যাওয়ায় আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে । 
এ ব্যাপারে নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক মুঠোফোনে বলেন, ব্রিজটির কি অবস্থায় আছে তা পর্যাবেক্ষণের জন্য আমার কর্মীরা ঘটনাস্থলে যাবে। আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান করা হবে।

Comments