নাটোরে পাওনা টাকা চাওয়ায় দোকানীকে হাতুড়িপেটা



নিজস্ব প্রতিবেদক, নাটোর
নাটোরে পাওনা টাকা চাওয়ায় আশরাফুল ইসলাম(৪৫) নামের এক দোকানীকে হাতুড়িপেটা করেছে একদল যুবক। রবিবার দুপুরে শহরের চৌধুরী বড়গাছা বউ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত ওই দোকানীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা রয়েছে। এ ব্যাপারে নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জানা যায়, চৌধুরী বড়গাছা বউ বাজার এলাকায় একটি পানের চালাতেন ব্যবসায়ী আশরাফুল ইসলাম। স্থানীয় আরিফ নামের এক যুবকের কাছে টাকা পেতেন তিনি। সম্প্রতি পাওনা টাকা চাওয়ায় তা দিতে গরিমসী করে আরিফ। এ নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।  এরই জের ধরে রবিবার দুপুরে দোকানী আশরাফ বাড়িতে ফেরার পথে আকাশ তার পথরোধ করে। এসময় আকাশ তিন সহযোগী রবি, আমিন ও আরিফকে সাথে নিয়ে হাতুরি ও লাঠিসোটা নিয়ে আশরাফের উপর হামলা চালায়। এসময় আশরাফের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে আরিফ ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার মশিউর রহমান থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Comments