নাটোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দম্পত্তি অগ্নিদগ্ধ




নিজস্ব প্রতিবেদক,নাটোর
নাটোরে গ্যাসসিলিন্ডার বিস্ফোরিত হয়ে কাজী আবুল মহসীন (৬৫) ও তার স্ত্রী জেবুন্নেসা বেগম ওরফে সেতারা (৪৫) অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার দুপুরে শহরের পালপাড়া বড়গাছা এলাকায় নিজ বাসভবনে এই দূর্ঘটনাটি ঘটে। ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ দম্পতিকে উদ্ধার করে  নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে।
নাটোর ফায়ার স্টেশন ও এলাকাবাসী সুত্রে জানাযায়, শহরের পালপাড়া বড়গাছা এলাকার মরহুম কাজী জামাল উদ্দিনের ছেলে নাটোর টেলিফোন অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কাজী আবুল মহসীন ও তার স্ত্রী জেবুন্নেসা বেগম ওরফে সেতারা  বেলা ১১ টার দিকে তাদের নিজ বাসভবনের দোতালায় রান্না ঘরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এক সময় কাজী মহসীন গ্যাসের চুলা ধরাতে গেলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্বামী-স্ত্রী দ’ুজনায় অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ দম্পত্তিকে উদ্ধার সহ আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে আনে। পরে অগ্নিদগ্ধদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নাটোর ফায়ার স্টেশন কর্মকর্তা মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাসের চুলা জ্বালানোর সময় আগুন ছড়িয়ে পড়লে দু’জন আহত হন।

Comments