নাটোরে আওয়ামীলীগের আনন্দ মিছিল



নিজস্ব প্রতিবেদক, নাটোর
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেওয়ায় নাটোরের নলডাঙ্গায় আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্য্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে পৌরসভা মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এসএম ফিরোজ, সহ সভাপতি মুসফিকুর রহমান মুকু, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ তোতা, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল প্রমুখ। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments