নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটারের বাগাতিপাড়ায় আমরা ক’জন স্পোটিং ক্লাব এর আয়োজনে ২৬ তম অমর একুশের বই মেলার সকল প্রস্তুতি সম্পন্ন, উদ্বোধন আগামীকাল সোমবার (১৯ ফ্রেব্রুয়ারী)। বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপি মেলার উদ্বোধন করবেন লোক নাট্য গবেষক ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সিনিয়র সহ-সভাপতি কাজী সাইদ হোসেন দুলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম এমপি। মেলায় তিনটি নতুন বই এর মোড়ক উন্মোচন করা হবে এমনটি জানিয়েছেন মেলা উদযাপন কমিটি।
উপজেলার বিহারকোল বাজার কেন্দ্রিক স্থানীয় কিছু যুবকদের সমন্বয়ে ১৯৮৭ সালে আমরা ক’জন স্পোটিং ক্লাবটির আত্মপ্রকাশ ঘটে। বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের কোনে মাত্র সাতটি স্টল নিয়ে ১৯৯১ সালে প্রথম অমর একুশের বই মেলার আয়োজন করে আমরা ক’জন স্পোটিং ক্লাব। তিনদিন ব্যাপি ওই বই মেলাতে সাধারণ মানুষের উপস্থিতি যেমন নজর কাড়ে ঠিক তেমনি আয়োজকদের পরবর্তিতে মেলার আয়োজন করতে উৎসাহিত করে। এবারের ২৬ তম বই মেলায় সহযোগিতার হাত বাড়িয়েছে প্রাণ আর.এফ.এল গ্রুপ ।

Comments
Post a Comment