নাটোরে পুকুর সংস্কারের নামে টেন্ডার ছাড়াই কাটা হল সরকারী গাছ





নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া

নাটোরের বাগাতিপাড়ায় টেন্ডার ছাড়াই বিভিন্ন প্রজাতির সরকারী গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় বনবিভাগের বিরুদ্ধে। পুকুর সংস্কারের অজুহাতে শুক্রবার বন বিভাগের উপজেলা অফিস চত্ত্বরের পুকুর ধারে থাকা এসব গাছ কাটা হয়। তবে অভিযোগ অস্বীকার করে বিধিসম্মতভাবে গাছগুলো কাটা হয়েছে বলে দাবি করেছেন বনকর্মকর্তা । 
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে বনবিভাগ চত্ত্বরের একটি পুকুর ধারে গাছগুলো বেড়ে ওঠে। ১৫ থেকে ২০ বছর বয়সের সাতটি গাছ বনকর্মকর্তার নির্দেশে শুক্রবার কেটে ফেলা হয়। গাছ গুলোর মধ্যে একটি আমগাছ, দুইটি কাঁঠাল গাছ, একটি শিমুল গাছ, দুইটি খেজুর গাছ ও একটি  খয়ের গাছ রয়েছে । টেন্ডার ছাড়াই এসব গাছ কাটা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। 
এদিকে বনকর্মকর্তার নির্দেশে ওই গাছ গুলো কাটার কথা স্বীকার করেছেন কয়েকজন শ্রমিক। বিধি সম্মতভাবে গাছ গুলো কাটা হয়েছে কিনা জানতে চাইলে উপস্থিত কর্মরত বন প্রহরি নসরত জামান মৃধা  এ বিষয়ে তিনি কিছুই জানেননা বলে জানান।
এ ব্যাপারে বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহেদুল ইসলাম জানান, পুকুর সংস্কারের প্রয়োজনে ঝুঁকিপূর্ণ  ও হেলেপাড়া গাছগুলো কাটা হয়েছে। বিধি সম্মতভাবে গাছের নম্বর দিয়ে উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে গাছ গুলি কাটা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী একটি মিটিং রয়েছে। সেদিন কাটা গাছ গুলো বিক্রির সিদ্ধান্ত নেয়া হবে। তবে টেন্ডার করার বিষয়টি এড়িয়ে যান।

Comments