নিজস্ব প্রতিবেদক, লালপুর ॥
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে অভিযান চালিয়ে ট্রেনের ইঞ্জিন থেকে ড্রিজেল চুরির সময় তেল চুরি চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-৫ ।
রোবিবার ভোরে ধূমকেতু ইন্টারসিটি ট্রেন থেকে তেল চুরির সময় তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, উপজেলার গোসাইপুর গ্রামের জমসেদ আলীর ছেলে হাফিজুল (২৬), পূর্ব গোসাইপুর গ্রামের আকরাম আলীর ছেলে শাহেদ আলী (২৪), গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত পলান আলীর ছেলে খাদেস আলী, গোসাইপুর গ্রামের আব্দুর সাত্তারের ছেলে মিশানুর রহমান (৩৮) ও ঈশ্বরদী পাবনা উপজেলার আকরামবাড়ী গ্রামের শাহাদৎএর ছেলে আক্কাস আলী লালটুটু (৩৯)।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে এই আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরি হয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত থেকে র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালায় এবং রেবিবার ভোর রাতে ধূমকেত ট্রেনের ইঞ্জিন থেকে ডিজেল তেল চুরির সময় ৫ জন কে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১৩৮০ লিটার ডিজেল, নগদ ৪ হাজার ৩শত ৪৪ টাকা, ৭টি মোবাইল, ৭টি সিম কার্ড ও একটি পাওয়ারট্রলি জব্দ করা হয়।
এ ব্যাপারে লালপুর থানার (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় রবিবার দুপুরে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব।

Comments
Post a Comment