নাটোর টাইমস রিপোর্ট
নাটোর আওয়ামী লীগের নেতাদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হবার পরামর্শমূলক নির্দেশনা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সাথে দলীয় বৈঠক ও কর্মসূচীতে ‘বিবাদমান’ পক্ষের নেতাদের অংশগ্রহন নিশ্চিত করতে জেলা আ’লীগের সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস এমপিকে নিদের্শনা দেয়া হয়েছে। মনোনয়ন দেবার ক্ষমতা দলীয় প্রধান ও মনোনয়ন বোর্ডের- এমনটা মাথায় রেখে নির্বাচনের জন্য দলকে সাংগঠনিকভাবে প্রস্তত করতে বরা হয়েছে। শনিবার বিকেলে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে দলের সভানেত্রীর ধানমন্ডীর কার্যালয়ে নাটোর জেলার শীর্ষনেতাদের সঙ্গে মতবিনিময়ে এসব নির্দেশনা দেয়া হয়। তবে এ ব্যাপারে এখনও সরাসরি কথা বলতে চাননি বৈঠকে অংশগ্রহন করা কোন নেতা।
তবে নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেয়া জেলা আ’লীগের একজন শীর্ষ নেতা জানান, শনিবার এই বৈঠক উপলক্ষ্যে জেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতারা অংশগ্রহনের জন্য গেলেও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি, ১জন করে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে নিয়ে বৈঠক করেছেন। ঘন্টাব্যপী চলা এ বৈঠকে বিভিন্ন সময় সংবাদপত্রে উঠে আসা দলের কোন্দল-বিভক্তি নিরসনের প্রতি জোর দিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলের কেন্দ্রিয় নেতাদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।
অপরদিকে দলের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বৈঠকে যোগ দিতে অনান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সহ-সভাপতি উমা চৌধুরী, এড. সিরাজুল ইসলাম, মাজেদুর রহমান চাঁদ, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সৈয়দ মর্তুজা আলী বাবলু, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুহুল আমিন বিপ্লব, ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম প্রমুখ।
তবে এ বৈঠকটি নাটোরে আওয়ামী লীগের আগামী নির্বাচন কেন্দ্রিক রাজনীতির জন্য একটি নির্দেশনা হবে বলে ধারনা দলটির তৃণমূল কর্মীদের।

Comments
Post a Comment