গুরুদাসপুর প্রতিনিধি
অবশেষে গুরুদাসপুরের ভেজাল খেজুরগুড় তৈরির কয়েকটি কারখানায় অভিযান চালানো হয়েছে। গুড় ব্যবাসায়ী দুই কারখানা মালিককে ছয় মাসের বিনাশ্রম কাড়াদন্ড দেওয়া হয়েছে। এছাড়া একটি কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারস্থ এসব কারখানায় গতকাল রোববার বেলা ১১টার দিকে ওই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নাটোরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মর্তুজা খান। বিভিন্ন দৈনিক পত্রিকায় ‘গুরুদাসপুরে বিপজ্জনক রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে খেজুরগুড়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এতে প্রসাশনের টনক নড়ে।
সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এতে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুরগুড় তৈরির অপরাদে ভোক্তা অধিকার আইনে মেসার্স শাহ এন্টার প্রাইজের স্বত্বাধিকারি বাদশা শাহকে (৫০) একলাখ টাকা জরিমানা এবং খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খেজুরগুড়, অনুমোদনহীন লেভেল ব্যবহার, খেজুরগুড়ে চিনির মিশ্রণের কারনে নাম বিহীন কারখানা মালিক ব্যবসায়ী আজিজ সোনার (৩০) ও ব্যবসায়ী মুক্তার শাহকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কাড়াদন্ড প্রদান করা হয়েছে। এ সময় কারখানায় থাকা নি¤œ মানের ঝোলা গুড়, চিনি, আখের গুড় নষ্ট করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মর্তুজা খান বলেন, গুরুদাসপুরের কারখানাগুলোতে বিপজ্জনক রাসায়নিক মিশিয়ে ভেজাল খেজুরগুড় তৈরি এবং বাজারজাত করণের অভিযোগে রোববার ওই অভিযান চালানো হয়েছে। অভিযানে সত্যতা পাওয়ায় কারখানা মালিকদের বিরুদ্ধে এসব ব্যবস্থা গ্রহন করা হয়। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. বজলুল করিম, গুরুদাসপুর পৌর স্যানিটারী ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments
Post a Comment