চোলাই মদ উৎপাদন ও বিক্রি দায়ে বড়াইগ্রামে এক নারীর দুই বছরের জেল



নাটোর

নাটোরের বড়াইগ্রামে চোলাই মদ উৎপাদন  ও বিক্রির দায়ে মেরি রোজারিও (৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  ও ভ্রাম্যমান আদালতের বিচারক আনোয়ার পারভেজ এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত মেরি রোজারিও উপজেলার হারোয়া গ্রামের সোলেমান বিশ্বাসের স্ত্রী।
নাটোর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর (পরিদর্শক) আলমগীর পাশা এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বাড়ির চোলাই মদ তৈরীর কারখানা থেকে চার লিটার চোলাই মদ ও দুই'শ লিটার চোলাই মদ তৈরীর উপকরণ জব্দ করা হয়। পরে দুপুরের দিকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অপরাধ স্বীকার করেন মেরি রোজারিও।
এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার পারভেজ এই আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

Comments