নাটোর
নাটোরে অলৌকিকভাবে রক্ষা পেলো দূর্ঘটনাকবলিত হওয়ার পর আগুন লেগে পুড়ে যাওয়া মাইক্রোবাসের চালকসহ ৪ যাত্রি। রোববার নাটোর-ঢাকা মহাসড়কের গাজির বিল এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি কুষ্টিয়া থেকে দ্রুতবেগে নাটোরের দিকে আসার পথে সদর উপজেলার গাজির বিল এলাকায় সামনের চাকা ফেটে সড়কের ধারে উল্টে গাছের সাথে ধাক্কা খায়। এসময় মাইক্রেবাসটিতে আগুন ধরে যায়। তবে চাকা ফেটে মাইক্রোবাস উল্টে যাওয়ার সময় চালক সহ ৪ যাত্রি দ্রুত নেমে পড়ায় তারা রক্ষা পেয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার কর্মিরা ঘটনাস্থলে যাওয়ার আগেই যাত্রিরা চলে যান।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় মাইক্রোটি উল্টে গিয়ে সড়কের ধারে গাছের সাথে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। এতে মাইক্রোটি ভস্মিভুত হলেও কেউ হতাহত হননি। মাইক্রেবাসটিতে চালক সহ ৪ জন আরোহি ছিলেন। তারা সকলেই অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন।

Comments
Post a Comment