গুরুদাসপুর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে এক অসহায় পরিবারের ঘর-বাড়ী ভাংচুর ও লুট-পাটের ঘটনা ধামাচাপা দিতে ছাত্রলীগ নেতার নেতৃত্বে মানববন্ধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা শিকার পাড়ায়। ইউনিয়ন ছাত্রলীগ নেতা আতিকুর রহমানের নেতৃত্বে ওই মানববন্ধনে অংশগ্রহন করে স্থানীয় লোকজন।
শনিবার বিকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা শিকার পাড়া গ্রামের ফজু প্রামানিকের বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ধামাচাপা দিতে প্রতিপক্ষের এনামুল হক, আব্দুল হক ও আব্দুল হালিমের লোকজন নিয়ে ওই মানববন্ধন করে। গত শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা শিকার পাড়ায় ফজু প্রামানিকের ঘর-বাড়ী ভাংচুর করে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ও টাকা পয়সা লুট করে নিয়ে যায়। ওই ঘটনার পর থেকে পরিবারটি বেড়াবিহীন ওই ঘরে নিরাপত্তাহীন বসবাস করছে।
সরেজমিনে গিয়ে জানাযায়, ফজু প্রামানিকের পরিবার ওই জায়গায় শতাধিক বছর ধরে বসবাস করে আসছে। প্রতিবেশী আব্দুল হালিম চক্রান্ত করে তাদের উচ্ছেদ করে দখল নিতে না পেরে স্থানীয় মসজিদে ওই জমি লিখে দেয়। ধর্মীয় কারণ দেখিয়ে গ্রামের লোকজনকে বুঝিয়ে ওই ঘটনা ঘটায়। তাদের উচ্ছেদ করার পর মসজিদের কাছ থেকে আবার লিখে নিবে বলে গোপনে আওয়ামীলীগ নেতা এনামুল হকের সাথে টাকা দিয়ে চুক্তি করেছে বলে জানাযায়।
মাওঃ আব্দুল হক, এনামুল হক তাদের লোকজন নিয়ে ওই বাড়ী ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় ফজু প্রামানিক এনামুল হক, আব্দুল হক ও আব্দুল হালিমসহ ২০ জনের বিরুদ্ধে বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয় আওয়ামীলীগ নেতা এনামুল হক ও ছাত্রলীগ নেতা আতিকুর রহমান জানান, ফজুর বাড়ীর জায়গা মসজিদের। গ্রামের লোকজন ওই বাড়ী ভাংচুর করেছে। তারা থানায় অভিযোগ দেওয়ায় মানববন্ধন করা হয়েছে। তাছাড়া তার স্ত্রী সারেজান বেগম (৪৮) মেয়ে ময়না খাতুন (২৫) পুত্রবধু শাপলা (২৫) ও স্বামী পরিত্যক্তা মেয়ে জাকিয়া আক্তার (৩০)কে দিয়ে অনৈতিক কর্মকান্ড ও মাদক বিক্রিসহ নানা ধরনের অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছিল। ফলে এলাকাবাসী তাদের ঘরবাড়ী ভাংচুর করেছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারটি একেবারেই অসহায়। এঘটনা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। ওই ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

Comments
Post a Comment