বাগাতিপাড়া প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় মাদক ব্যাবসার প্রতিবাদ করায় আব্দুর রহমান (২৮) নামের এক যুবককে হাতুড়ি পেটা করেছে মাদক ব্যাবসায়িরা। আহত আব্দুর রহমান উপজেলার মাড়িয়া নেংটিপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে ।
আহত, স্থানীয় ও থানা সূত্রে জানা যায় উপজেলার মাদক স¤্রাট নামে খ্যাত ফারুক ওরফে বাসু ফারুক এবং মাসুদ এলাকায় দীর্ঘদিন ধরে নির্বিঘেœ মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলাও রয়েছে। মাদক ব্যবসার প্রতিবাদ করে আসছিল আব্দুর রহমান । এরই জের ধরে বুধবার দুপুরে নেংটিপাড়া এলাকায় রাস্তার উপর ফারুক ওরফে বাসু ফারুক এবং মাসুদসহ পাঁচ ছয় জন ব্যাক্তি রহমানকে বেধড়ক হাতুড়ি পেটা করে। পরে স্থানীয় লোকজন রহমানকে উদ্ধার করে বাগাতিপাড় স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায় রহমানের মাথা, বামহাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন এ ঘটনায় কেই এখন পর্যন্ত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Comments
Post a Comment