নাটোরে উৎপত্তি ভুমিকম্পই কাঁপালো সারা উত্তরাঞ্চল!



নিজস্ব প্রতিবেদক, নাটোর
মৃদু এক ভূমিকম্প কাঁপিয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলকে, যার কেন্দ্র ছিল নাটোর। মঙ্গলবার রাত ৮ টা ১৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে নাটোর জেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২, যা মৃদু ভূমিকম্প। ভূপৃষ্ঠের সোয়া ৩ কিলোমিটার গভীরে সৃষ্ট এই ভূমিকম্পের ফলে আশপাশের কয়েকটি জেলায় অনুভূত হয়।

সর্বশেষ গত ২০ জানুয়ারি মৃদু একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরাঞ্চল। তার কেন্দ্র ছিল বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে ভারতের আসাম রাজ্যে।

এছাড়া নাটোরের নলডাঙ্গায় মঙ্গলবার রাত ৮.১৫ মিনিটে মৃদু ভূমিকম্পে আতংকিত হয়ে দোতলায় থেকে নিচে নেমে আসে নলডাঙ্গা লিল্লাহ বোর্ডিং ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা। এই ঘটনায় কোন হতাহত হয়নি, তবে আতংক বিরাজ করছিল ছাত্রদের মাঝে। প্রায় ৩-৪ সেকেন্ডের এ ভূমিকম্প এলাকার নলডাঙ্গা, সাধনপুর, তাহেরপুরসহ বিভিন্ন জায়গায় অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Comments