নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে মিলন(২২) নামের এক যুবককে তার বউ এনে না দেওয়ায় আত্মহত্যা করেছে বলে জানাগেছে।
জানাযায়, সোমবার রাত সাড়ে নয়টায় উপজেলার উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া পবানালী গ্রামের ওই ঘটনা ঘটে। ওই গ্রামের আবুর রশিদ সরদারের ছেলে মিলন রাজশাহীর বাগমারার নদী নামের এক মেয়ের সাথে ফোনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। এর এক পর্যায়ে ২০১৭ সালের জানুয়ারী মাসের ১৭ তারিখে পরিবারের অনুমতি ছাড়াই তাদের বিয়ে হয়। ওই বছরের সেপ্টেম্বর মাসে তাদের মধ্যে পারিবারিক কলহের কারনে উভয়ের সম্মতিতে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। এর কিছুদিন পর পুণরায় তাদের মধ্যে ফোনে প্রেমালাপ শুরু হয়। মিলন তার পরিবারের কাছে দাবি করেন ওই মেয়েকে সে আবার বিয়ে করবে। এতে পরিবারের লোকজন অস্বীকৃতি জানালে সোমবার রাতে গ্যাস ট্যাবলেট খায়। ওই অবস্থায় তাকে পরিবারের লোকজন নিয়ে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে নাটোর সদর হাসপাতালে নিতে বললে সেখানে নিয়ে তাকে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় নাটোর সদর হাসপাতালে সে মারা যায়।
গুরুদাসপুর থানান ওসি তদন্ত তারেকুর রহমান সরকার জানান, তার ভাই সুমনের সংবাদের ভিত্তিতে একটি ইউডি মামলা করা হয়েছে।

Comments
Post a Comment