নিজস্ব প্রতিবেদক, লালপুর⇛
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউপির ফুলবাড়ি থেকে ইসলাম মন্ডল (২৬) নামের এক ট্রাক চালকে হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ইসলাম মন্ডল ফুলবাড়ি গ্রামে ইনছার মন্ডলের ছেলে।
মঙ্গলবার ভোর ৪ টার দিকে ফুলবাড়ি গ্রামের সুহার মোড় নাম স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ইসলাম মন্ডল ট্রাক চালক ছিলেন, সে গত সোমবার রাতে বাহিরে একটা টিপ আছে বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রাত ৪ টার দিকে হিতের বাড়ি হতে ৪শ মিটার দুরে ফুলবাড়ি গ্রামের সুহার মোড়ে স্থানীয় গাছিড়া খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে একটি কলাগাছের নিকটে ডান হাত বাঁধা অবস্থায় তাকে পরে থাকতে দেখে। পরে তার শরীরের গরম আছে দেখে স্থানীয় এক চিকিৎসকে নিকট নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।
পরে স্থানীয়রা লালপুর থানার পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে লাশটি পেরণ করেছেন।
তবে এই ঘটনায় লালপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ বলেছেন, প্রাথমিক ময়না তদন্তে মৃত ইসলাম মন্ডলের মুখে হালকা একটা আঘাতের চিহ্ন ছাড়া শরীরে তেমন কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে ঘটনা সঠিক তথ্য পাওয়া যাবে বলে তিনি জানান।

Comments
Post a Comment