কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারা (সিএইচসিপি)। আগামী ২২ জানুয়ারী পর্যন্ত এই কর্মসুচী পালিত হবে। শনিবার (২০ জানুয়ারী) সকাল ৯টা থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসুচী শুরু করা হয়। চলবে বিকাল ৩টা পর্যন্ত। বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি আদায় বাস্তবায়ন কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে এই অবস্থান কর্মসুচী পালিত হচ্ছে। কর্মসুচীতে সদর উপজেলার সকল সিএইচসিপি গণ উপস্থিত রয়েছেন। এসময় দাবী আদায় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সিএইচসিপি মোঃ ফরিদুল ইসলাম,শফিকুল ইসলাম,তানিয়া আফরিন,এস এম সাকলাইন সহ অন্যরা।
সিএইচসিপি মোঃ ফরিদুল ইসলাম জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশে তিনদিন ব্যাপী সসকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই কর্মসুচী পালন করা হবে।
Comments
Post a Comment