নাটোরে আখ চাষীদের নিয়ে উঠান বৈঠক



নাটোর 
আখের মুল্য বৃদ্ধি, আখ রোপনে উৎসাহদানসহ ডিজিটাল পদ্ধতিতে আখ ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার কেশবপুর এলাকায় 
আখ চাষীদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নাটোর সুগার মিলসের তত্বাবধানে কেশবপুর কেন্দ্র চত্বরে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। আলহাজ মকছেদ আলীর সভাপতিত্বে স্থানীয় আখ চাষিদের নিয়ে উঠান বৈঠকে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিনি কলের সদর দপ্তরের ডিজিএম (প্রশাসন) দিলিপ পাইন।  আরো বক্তব্য রাখেন, নাটোর সুগার মিলের জিএম (কৃষি) সিরাজুল ইসলাম, জিএম (প্রশাসন) সৌমিত্র নারায়ন মুন্সী, ডিজিএম মোঃ মকছেদ আলী, কেশবপুর আখ ক্রয় কেন্দ্রের সিআইসি মোঃ সোহরাব হোসেন প্রমুখ।  উঠান বৈঠকে ৮০ জন আখ চাষী অংশগ্রহন করেন।

Comments