লালপুরে অনুমোদনহীন র‌্যাফেল ড্রর টিকিট বিক্রিতে ১ জনের কারাদন্ড



লালপুর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় মাইকিং করে প্রকাশ্যে জুয়ায় ব্যবহৃত অনুমোদনহীন র‌্যাফেল ড্রর টিকিট বিক্রয়ের অপরাধে মেলা কর্মী লক্ষন দাস (৪০) নামের একজন কে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত লক্ষণ দাস জয়পুরহাটের পাইকড়দড়িয়া গ্রামের শন্তু চন্দ্র দাসের ছেলে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। 
জানা গেছে, নাটোর জেলার বড়াইগ্রামে বনপাড়া বাইপসে উপমা সার্কাস মেলার নামে মাইকিং করে প্রকাশ্যে অনুমোদনহীন জুয়াই ব্যবহৃত র‌্যাফেল ড্রর টিকিট উপজেলার লালপুর বাজারে বিক্রয় করার সময় ভ্রাম্যমাণ আদালতের হাতে ধৃত হওয়া লক্ষণ দাস কে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ সংশ¬ষ্টি ধারার অপরাধে ৭(সাত) দনিরে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের ভ্রাম্যমাণ আদলত। 


Comments